সীতারাম রোডের এক গলি
দোতালা বাড়ীর আদলে ঘর
বিত্তবান জলজ্যান্ত কিছু মানুষের বসবাস। জীবনযাত্রার মান টিকিয়ে
রাখার তাগিদে টিভি থেকে এসি মেশিন,কেবেল থেকে গাড়ী আর
আকাশে ওড়ার স্বপ্ন।


আর,অন্যদিকে গ্রাম্য জীবনের লালিত্য সহজতা ছেড়ে শহরের ব্যস্ততাময়
জীবনে পা রাখে সেই মানুষগুলো যারা
অন্যের সংসারের হাজার একটা
জিনিষের ভেতর একটা জিনিষ হয়ে
মিশে যায় অতীতের অন্যতর স্বপ্নভঙ্গ অথবা দারিদ্রচুর্নিত হয়ে আবেগ
শক্তি স্বপ্নে ভর করে, হয়ে ওঠে
একেকজন বধূ থেকে কাজের মাসী।


আর, সততায় ভর করে ক্রমাগত
চেষ্টা করতে থাকে এই বৃত্তির সাথে নিজেকে মানিয়ে নিতে।


সেরকমই একটি মেয়ে,বীণা।
ভেসে যাওয়া থেকে ভেসে বেড়ানো
এক সংসার থেকে আরেক
সংসার পরিক্রমা।


কঠোর পরিশ্রম ও বিশ্বস্ততার বিনিময়ে একটা নিরাপদ,সুস্হির জীবন পাবার আশায় সংগ্রাম করে চলা অসহায় মেয়ে। বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তাকে নিশ্চিত করতে এক পরিবার থেকে আরেক পরিবারে তার এই পরিক্রমা।


ব্যর্থ প্রেমই ভাগ্য নির্ধারণ করেছে
তার,স্বামী,সতীন ঘরে তুলে ঘরছাড়া করেছে তাকে।
অথচ,স্বামীর ঘর, স্বামীর আদর ভালোবাসার নিজস্ব জগৎ ছেড়ে আজ আতুর দীর্ঘশ্বাসে ফেলে আসা দুনিয়াটাকে কিছুতেই ভুলতে পারে না সে।


সমাজ,সম্ভ্রমের সাথে লড়তে
লড়তে আর পড়ে পাওয়া এই জীবনের সঙ্গে আপস করতে করতে শেষাবধি একদিন  আবিষ্কার করে তার আত্মপরিচয় থেকে কবেই মুছে
গেছে তার অতীত.....!