জেগে উঠি ভোরের কোকিলরবে
আঁধো অলস চরণে
বসি বাতায়ণ প্রাঙ্গনে।


এসেছে বর্ষা,যেন নবীন বর্ষা
দুলিছে পবনের তালে
সকল বনবীথিকা।
দুর হতে শুনি যেন
মৃদঙ্গ,শঙ্খ,রবীন্দ্র গীতিকা।


দুলিছে তালে তালে
শতযুগের কবিরা মিলে ধ্বনিত
হচ্ছে যেন মত্তমদির আবেশে
শতযুগের মানবতার গীতিকা।


এ যেন নয়নপাতে চুম্বন
এ যেন অলকে অলকে মেঘ
গর্জন মেঘমল্লার রাগিনী।


এ যেন স্নিগ্ধসজল মেঘউজ্জ্বল
অন্ধতামস যামিনী।
এ যেন শত শত যুগের
সুখীপরিমল চমকে দীপ্ত দামিনী।