মাতৃভূমিকে কতখানি ভালোবাসি
ভেবে দেখেছি কি আমরা ?


প্রকৃতির নির্দেশ মেনে হৃদয়
স্পর্শ করতে পারিনি  
ভেবে দেখেছি কি আমরা ?


এই সুন্দর কল্পনার মাঝে হঠাৎ ছন্দপতন..


সাক্ষী হইঃ-26/11 ....


  *****        ****


শতাব্দীর চেতনা ভরা সন্ধ্যায় নেই কোন
সর্তকবানী হঠাৎ হৃদয় বিদীর্ণকরা অসহায় মানুষের আর্তনিনাদ !!!


সন্ত্রাসবাদীর আক্রমণ.......


মন আর্তনাদ করে উঠলো দমকা বাতাসের করাঘাতে ।শুধু হাহাকার শুধু যাতনা
লুপ্ত হলো করুনা ।
সন্ত্রাসবাদীর  হাতে শতাব্দীর এই সুন্দর পৃথিবী আরও একবার নগ্ন হলো।

একুশ শতিকার ষাট ঘন্টা সাক্ষী হয়ে রইলো সন্ত্রাসবাদীর বর্বরতার।


*****     ***  *****


হয়তো! সভ্যতার সংকট থেকে পুরহিতের  মন্ত্রউচ্চারণে,আজানের ভেসে আসা মধুর ধ্বনিতে মনমন্দিরের দরজা খুলবে আর মনের বিগ্রহে এসে আছরে পড়বে একুশ শতিকার নির্ভিক আলো।


সন্ত্রাসবাদীর বন্দুক উঁচিয়ে ধরা হাত গুলোতে হয়তো সেই আলোর স্পর্শ পালটে দেবে ধ্বংস নয় সৃষ্টি করার মন্ত্র।


*****  *****  *****


সন্ত্রাসবাদীর বারুদের স্তুপ অসহায় মানুষের চিতাভস্ম পঞ্চভুতে বিলীন হওয়া আর সৃষ্টির মানবিয়তার অনাবিল সুন্দরতাকে সামনে রেখে শেষ হোক অলীক অস্তিত্বের লড়াই।


হৃদয়ের অনির্বাণ শিখা মানুষকে
মানুষ হতে শেখাক। শেখাক মনুষ্যত্বই মানুষের গৌরব।


এই সুন্দর পৃথিবী থেকে
সন্ত্রাসবাদী সংক্রামিত মহামারীর
হোক অবসান।


হোক মনুষ্যত্বের জাগরণ।


             ঃঃঃঃঃঃঃঃঃঃঃ