জাতীয় জীবনে শুধু সঞ্চিত হয়
জড়ত্বের দীর্ঘশ্বাস।
জীবন আজ কেবল স্তব্ধ! অথচ,
আত্মশক্তিই তার মনুষ্যত্ব
বিকাশের জিয়ন কাঠি।


জীবন যত দুঃখেরই হোক
অন্তহীন জ্ঞান,অনন্ত জিজ্ঞাসা
মহৎ অনুভব আর সহিষ্ণুতা দুঃখ
জয়ের অভয় মন্ত্র হোক।

সত্য-শিব-সুন্দরের আবাহনের
মধ্যেই সংস্কৃতির অভিব্যক্তি
সংস্কৃতির মধ্যেই তার পূর্ণতা
সফল গৌরবময় কবির সাধনাই
জাতির সমন্বয় চেতনা
গৌরবময় ভাবপুন্জের যোগফল আর
মৈএীবোধের প্রকাশ।

"আপনাদের প্রেমের প্রবল টানে" যদি
আমায় কখনও একাকী চলতে হয়
তবুও,
সারাজীবন আমি গেয়ে যাবো
মানবতার গান আর সেই সুস্হ্য
সংস্কৃতির জোয়ারে বইবে
গতিশীলতা আর প্রানোচ্ছল
ধারার বহমানতা।

বলাকা মেলেছে পাখা
দিগন্তের কণ্ঠে সুদুরের আহ্বান....
ইতিহাসের ধ্বংসস্তূপে দাঁড়িয়েও
শুনতে পাবে সংস্কৃতির
বিস্ময়কর শিল্পবৈভবের বিরাটত্বে
মরুভূমির তপ্ততা, মানব প্রেমের
তপ্তহীন সমুদ্রের বিশালতা।

আবার নতুন দিনের জোয়ার বইবে
পাখীর কুজন মনকে উদাস করবে
সত্তার নতুন আবির্ভাবে নিজেকে
অবলম্বন করেই পরিপূর্ণতার মাঝে
আত্মশক্তিতেই মানবতার
ধ্বজা উড়বে।