জীবনের আজ ফ্যানায়িত ব্যথা
প্রকাশ হলো
জীবনের অনন্ত আকাশে।


কত কথা,কত গান
আজ হারিয়ে যায়।
জীবন যখন চৈতি হারা
তখন কেন বসন্ত ঝরা !


এ মন হারানো ফিরে পাওয়া
শিমুল পলাশের এই আকাশ
আজ যেন,এ মন রাঙ্গালে!


মনে পড়ে, কাঁচি দিয়ে
নক্সা কাটা কাগজ, ছুরি ফেলে
সে কবে আমি হাসি-খুশির
খেয়া বেয়ে
যেন পৌঁছে গেছি রত্নদ্বীপে
কম্পাস বিহনে।