পাপিয়া!
খরস্রোতা ব্রহ্মপুত্রের পারে দাঁড়িয়ে
মনটাকে ভালো করতে
নীল আকাশের দিকে চাইলাম
যেন উড়ন্ত বলাকার জীবনক্রম।


নির্বোধ নদীকে বোঝাতে চাইলাম
তোমার স্রোতে মনের বহু আনাগোনায়
অবিরত গলছে চেতনা।


যতই তুমি খরস্রোতা হও
দায়ভার তোমার কাঁধেই চাপবে।


পাপিয়া!
মানুষ তো পর্য্যটক পৃথিবীর নশ্বর বাগানে
ভাঙ্গাগড়ায় আর আকাশের নীলিমায়
তুমি ভালো আছো নীলে।


মৃত্যুর বিষাদ ছায়া আর
সত্বার নির্মাল্য নিয়ে বেঁচে থাকা
শেষ সূর্যের আলো গায়ে মেখে
মনে হয় ঠিক হবে মনটা আগামীকাল।