কবির সাথে কল্পনায় আমিও
কতদিন গ্রামের মাঠে প্রান্তরে
ঘুরে বেড়িয়েছি, দেখেছি কত গাছ,
কত পাখি,কত শ্যামল শষ্যের হিল্লোল।


দেখেছি মেঘমেদুর বিষন্ন আকাশ,
কখনো শ্যামার নরম গান,
ধবল বকের নীড়ে ফেরা
শান্ত অনুগত নীল সন্ধ্যা
কত দুঃখ দ্রারিদ্রের চিত্র
কত বঞ্চনা,দীর্ঘশ্বাস,কত অন্ধ
প্রথাচার, কত ভূত প্রেত কবন্ধের
রোমাঞ্চিত কাহিনী,কত আশা নিরাশায়
শুনেছি সন্ধ্যায় মন্দিরের ঘণ্টাধ্বনি.....


কল্পনার আবেশের ঘুম ভাঙ্গলো..!
ব্রহ্মপুত্রের পারে দাঁড়িয়ে
লাল টুকটুকে সূর্য্য ওঠা দেখলাম।