লেখা আছে কতো নীরব
অশ্রুপাতের বেদনাভরা ইতিহাস.....
অন্ধ সমাজ  আর অনুশাসনের মাঝে,
আজও শোনা যায় কত যে
অশ্রুময়ী নারীর দীর্ঘশ্বাস।
শোনা যায় কত বুক চাপা
সকরুণ কান্না।


যেখানে আজও জ্বলছে
নিরূপমা স্নেহলতাদের চিতা ।
(আর) সেই চিতায় পুড়ে মরছে
আরও কত যে অসহায় নারী ।


করুন আঘাতে-আঘাতে বিলীন হয়ে
গেছে কত যে নারীর স্বপ্নসাধ।


স্তব্ধ হোক এই অবাঞ্ছিত
নিগ্রহের বিলাস।
নির্ভরতায় সৃষ্টির বৈচিত্র্যে
কল্লাণীরূপে ঐশ্বর্যময়ী নারীই
হয়ে উঠুক
জীবন নাট্যের প্রধান কুশীলব ।