অর্থনীতির গোলক ধাঁধায় আছে আর
নেই এর সমিকরনের মাঝে
আজ যেন বিভক্ত মানুষ।


অথচ, আলোককে প্রকট করতে
অবিরত অন্ধকারে ঘটছে
অনাহারে মৃত্যু।


অনাহারে আত্মহত্যার মাঝেও কিন্তু
মরুভূমি হয়ে যায়নি এ
সুন্দর পৃথিবীর সংসার।


শুধু লক্ষ্যহীন পথভ্রষ্ট মানুষ,
ব্যক্তিগত,পারিবারিক,অসামাজিক
রাষ্ট্রীয় জীবন ,অপূর্নতার হাহাকারে
অন্তরাত্মা যেন বাঁধা পড়ে আছে।


পূর্ন জীবনের হাহাকারের মাঝে
আজ নির্বিকার এ পৃথিবী!


আত্মবিশ্বাসের সিংহদ্বারে দাঁড়িয়ে
আজ কোন ঐতিহাসিকরা লিখবেন
পরিবর্তনের ইতিহাস ?


অবিরত লাঞ্ছিত,বঞ্চিত,অসহায় শিশু
শ্রমিকের ভারাক্রান্ত ক্রন্দসী
উপত্যকায় চিতা জ্বললেও
প্রাণক্ষয়ী দুঃখের তুফানেও যে
উঠতে পারে
সম্ভাবনাময় শব্দতরঙ্গ...!


অথচ,
আমরা নির্বিকার !
নির্বিকার,যেন আজ সমগ্র পৃথিবী।


অর্থ,মিথ্যা অহংকার সবকিছুকে
করো পদাঘাত।
ভ্রান্ত শ্রুতি প্রতিশ্রুতির ঢ়েউ
আর আশাভরা শব্দবানে কিন্তু
উঠবেনা স্বচ্ছ সূর্যোদয়ের আলো।


মহান শ্বহিদ বিপ্লবীদের আর্তনাদে
কারো বুঁক কাঁপছে না
বিস্মরণে আর অকৃতজ্ঞে, আত্মত্যাগে
সেই মহান আত্মাদের বলিদানের
মাঝেও,আজও যেন নির্বাক পৃথিবী।


আজ,
আমরা শুধু এক অদ্ভুত বিভ্রান্তির
মাঝে নতজানু হয়ে কেবল গ্রহণ
করছি কোনো এক নিঃস্তব্ধ অন্ধকার।