পাপিয়া! ব্যস্ততাময় জীবনের ফাঁকে
দেখেছ কি কখনও আকাশের
বর্নময় রামধেনুর সপ্তরঙ?


স্পর্শ করেছ কি কখনও সূর্য্যস্নাতা
নদীর বাঁধের ওপারের সূর্যাস্তের আভা ?


আত্মহারা হয় নি কি তোমার প্রত্যয়ী মন
বসন্তের ফাল্গুনী রজনীগন্ধার সুবাসে?


মাতয়ারা হয় নি কি তোমার কোমল হৃদয়
সজীব হয়ে ওঠে নি কি সঙ্গীতের মধুর ঝংকার?


পাপিয়া,তখনই হৃদয়ের  জানালাটা খুলে দেখো
জীবনের রঙ, সবুজের সমারহে স্বপ্নীল।


নীলাকাশের দিকে চেয়ে দেখো জীবনের রঙ
অপূর্ব বর্ণচ্ছটায় উদ্ভাসিত.......।
হৃদয়ের অনুভূতিতে উঁকি মেরে দেখো
ভালোবাসার অনন্ত শীতল পরিধিকে।