পাপিয়া! দাঁড়িয়ে আছি মোর
ঘরের আঙিনায় লাল পলাশের তলে তোমারই প্রতিক্ষায়।


কত যে দিন হলো তুমি ফিরে না আসার  মাটির গন্ধে পা রেখে মোর  হৃদয় মন্দিরে।

পাপিয়া! তোমার যাবার আভাষ দেওয়া রাঙ্গা উপহার গুলো রেখেছি সংগোপনে তুমি অনুভব করার মতই।


পাপিয়া! অহর্নিশ কুরে কুরে খাওয়া আমার দুঃখ বেদনার প্রতিচ্ছবি গুলো মোর হলুদ উপত্যকায় উজাগরী
নিশা কাটিয়ে গোধূলির নৈশব্দ
আলোয় যেন কান পেতে শুনি
তোমারই পদধ্বনি।
তোমার অমৃতময়তায় দেখেছিনু স্বপ্ন ! বেঁচে থাকার.......
আজ এই মুহূর্তেই যেন হারিয়ে ফেললাম
মোর সকল সত্তা।


পাপিয়া! মোর লক্ষ্য ছিলো জীবনের বহুরঙী দলিচা পার করে তোমায় সাজিয়ে দেখার রজনীগন্ধার ফুলের থোকায় অথবা মুক্তার মালায়।


কিন্তু,
কল্পনার বাস্তবিকতাই এখন
আমার চির সঙ্গী তুমি কি তা
জানোনা ....পাপিয়া..!