পৃথিবীকে সুন্দর করবে কারা ?
মানবতার বিজয় ধ্বজা ওড়াবে কারা?


আমরা !  না..
অন্য কোন গ্রহের প্রাণ ?


সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার
সমৃদ্ধ হওয়ার, সফলতায় ঋদ্ধ হওয়ার
গান শোনাবে কারা ?


আমরা!  না..
অন্য কোন গ্রহের প্রাণ?


চারিদিকে মনোরম সুনীল পাহাড়
উর্বরা উপত্যকা,অন্যদিকে
সহস্রজনের জীবন সংগ্রামের চরাচর ক্ষেত্র,
মিলন তীর্থ, উৎপাদন বৃদ্ধির কামনা
সহস্র ধারায় নদ-নদী, চন্দ্র সূর্যের কাছে
আতুর আশীর্বাদ ভিক্ষা .....


এত বিভিন্নতার মাঝে
মানবতার ধ্বজা ওড়াবে কারা ?


আমরা ! না
অন্য কোন গ্রহের প্রাণ  ?


মাভৈঃ, দামামা বাজলো ঐ
রইলো গভীর প্রশ্ন.....!


এই সুন্দর পৃথিবীকে মানবতায়,
সফলতায় সমৃদ্ধ করবে কারা ?


আমরা ! না
অন্য কোন গ্রহের প্রাণ?