প্রভাতের তৃণ পল্লবে নব-শিশিরের
ভীরু স্পর্শ,গভীর আশ্বাসের প্রাঙ্গণে
শিশির সৌরভ আর জ্যেৎস্না রাতের
মোহিনী হাতছানিতে বেজে ওঠে
মাটির মায়ের আগমনি গানে
মন মাতানো সুরের ঝংকার ।


প্রকৃতির উপছে পরা রূপের আঙ্গিনাতেই
পাতা হয় আসন, শারদ লক্ষীর
যা হয়ে ওঠে মানুষের বাঞ্ছিত সঙ্গী।


উৎসবের মধ্যেই মিলনের চিরন্তন
প্রতিচ্ছবি আর ভাবের প্রকাশ।


বিভেদের মাঝে মিলনের এই প্রাঙ্গণই
এক শাশ্বত সত্য,বেঁচে থাকার সার্থকতা,
যেখানে আমরা খুঁজে পাই
একমুঠো তৃপ্তি আর মুক্তির আনন্দ।


শারদ উৎসব ধরায় ক্ষুধার্ত তৃষ্ণা
প্রশমিত করতে মনের মাঝে
এক অমলিন দৃঢ় প্রত্যয়।


তাই,শব্দহীন প্রার্থনায় মুখর হয়ে
অন্তহীন সবুজ উপত্যকায় উদ্ভাসিত
ধরনীর সুন্দর সৃজনতায়,শিউলি সুবাসে,
মাতৃবন্দনায়, প্রীতি-প্রেমে, সৌন্দর্যের অভিসারে
আমাদের মহৎ ও বৃহৎ করে তোলে।