খুলে দাও এ বন্ধন যাই আমি
সুদুরের বাহুতে মুক্ত পাখি
হয়ে সুনীল আকাশে ।
নাই প্রয়োজন আর পৃথিবীর
ভালোবাসার আমি যাই
সেই পুরনো ঘরে যেখানে
অবিরাম বয় নীল নদী
সবুজ সমীরে পরান জুরাই ।
যেখানে নাই হিংসার দাবানল
নাই জ্বালা , পৃথিবীর মায়া
মোহ তাতে নাই নাই।
মুক্ত সুনীল আকাশ শুধু ডাকে ইশারায় শীতল শয্যায় শুয়ে আছি
যাএা শুধু সুদুরের মহা কাশে ।


যেখানে আনন্ত্য সৌন্দর্য খনি
চির-সুন্দরের হাতছানি ।
অনন্ত আকাশ মুক্ত বিহঙ্গের
কলোতানে প্রশান্ত সুনীল সোনার দেশে,
যেখানে থেমে আছে কথার গুঞ্জন
বুকের স্পন্দন টুকু মুর্ত হয়ে
ঝিল্লীর ঝংকারে l
জীবনের পদ প্রান্তে
ভুলে গেছি মৃত্যুর শঙ্কারে ।
উজ্জ্বল আলোর চোঁখে আঁকা
হবে আধার অঞ্জন।
মুহূর্তে বিস্মৃত হ'বে সব চিহ্ন মোর
সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ ।