মৃতের চোঁখের মত রাত্রির কুয়াশা
এখানে গলিত শব একবিংশ শতাব্দীর,,
মুমুর্ষ সভ্যতার ক্রন্দন ।


অন্ধকারে কাঁপে দিন
অসহ্য সময়----------
হিংসার নিষ্ঠুর সাহারা
প্রচ্ছন্ন প্রত্যেক নিহত বিবরে।


আমরা সবাই সত্বাহীণ মিছিলে
অতৃপ্ত পিপাসা নিয়ে বেঁচে আছি।
এখানে,বিষাদ  ঘন রাত্রির মতো ।


এখানে সঙ্গীত নেই
সঙ্গীতের স্বাদ সম্পূর্ণ বিধ্বস্ত চূর্ন
অস্পষ্ট অতীত।  স্মৃতি?
এখানে স্মৃতিরা নীরব।