সেই অনেক আগেতে,
ঠিক শেষ মাঘেতে,
আমার ব্যস্ত শহরে
বাসের অপেক্ষায়!
ঠিক তখন দুপুর
পায়ে পড়ে নুপুর!
একটা মেয়ে সামনে দিয়া যায়,
বাইপাস শহরটা মাড়িয়ে দু পায়।


এটা অনেক আগের গল্প
বয়স ষোলো কি তার আল্প,
সেই প্রথম প্রেমে দিলো হাতছানি!
আবেগের ঘোড়া
সবেগে নিলো তার পিছু,
ছুটেছি তার পানে,
কি তার মানে,
বুঝতে পারিনি কিছু।


কি যেন কি ভেবে
কিছু দূর গিয়ে,
পিছু হটে মন
তাই আসি ফিরে,
তার প্রেমেতে ডুবেছি কতটা,
বুঝতে পারি ফিরে এসে নীড়ে।
পড়ে অনেক খুজেছি তারে
পুরো বাইপাস শহরে
কিন্তূ সবই হলো ব্যথ
পাইনি খুজে তারে।
আর খুজবোই বা কোথায়?
খুজে খুজে বহুকাল
ব্যথতা নিয়ে ফিরেছি ঘরে।
অনেক ডুকরে কেদেছি নিজের ভেতরে।


এভাবে অনেক বছর....


ভাসিটির প্রথম ক্লাস,
চোখে সানগ্লাস,
তাকিয়ে আছি অদূরে,
হঠাৎ পাশে তাকাতেই
হারালো মন পুরনো সুরে।
সেই মেয়েটা!
যাকে দেখেছিলাম কোনো দুপুরে,
আমার বাইপাস শহরে।
তখন মনে হলো
জীবনটা যেন দেয়াল ঘরির কাটার মতো!
ঘুরে ফিরে আবার বাজল সেই বারোটা!
আবার মনকে পাগল করল পুরোনো নেশাটা।
কিন্তূ ব্যথ সবই,
কাদলো আবারো মন,
তার অন্য কারো শহরে বিচরন।
সে বাঝছে অন্য কারো
মোহনবাশির সুরে,
আর আমি আজো তাই
রয়ে গেলাম ভবঘুরে!