সে গেছে উড়ে দুরে
নীল আকাশে,
হাড়ালো অন্য সুরে,
যে ছিল পুরোটা জুড়ে
এই অন্তরে।
তাই মন ভালো নেই
অবসাদ এ রাতে,
মরেছে স্বপ্ন দু হাতে।
আমি বুঝিনা কেন সে
ভাসালো আমাকে,
বেদনার নীল সাগরে।
যে ছিল পুরোটা জুড়ে
এই অন্তরে।


চাদনী রাতে তাহার সাথে
জোছনায় ভেসেছি কত!
বুঝিনি কখনো এমন করে
হৃদয় করবে ক্ষত।
কেন যে হাড়ালে
লুকালে আড়ালে
থাকব কেমন করে!
যে ছিল পুরোটা জুড়ে
এই অন্তরে।


বরষার কোনো রাতে
হাত রেখে এ হাতে
বলেছিল ভালোবাসে!
কোথায় হাড়ালো লক্ষ্মিটি মোর
পক্ষ্মিটির বেশে।
মেঘ আজো আকাশে
নেই তো সে পাশে
বরষা কত এলো
নাই আর ভালোবাসা
মরেছে সব আশা
হয়ে  গেছে এলোমেলো।
ভুলিয়া তাহারে অন্য কাহারে
জড়াবো কেমন করে!
যে ছিল পুরোটা জুরে
এই অন্তরে।