যদি চাদটা ছাড়া জোস্না রাতে
হতো এমনি আলো
তবে আর কোনদিন মেয়ে তোমায়
বাসতাম না রে ভালো।
যদি রোদেলা সকাল সূযহীনাই
পাওয়া যেত রোজ,
তবে মেয়ে তোমায় হীনা
হতো না আফসোস।
ওই চাদ সূয যত দামি
যত ছড়ায় আলো,
তার চাইতে অনেক বেশী
বাসি তোমায় ভালো।


যদি মেঘ ছাড়াই আকাশ থেকে
নামত এমনি বৃষ্টি,
তবে কবেই নিতাম তোমার থেকে
ফিরাইয়া মোর দৃষ্টি।
যদি বৃষ্টি ছাড়া চাতক পাখি
খেত অন্য জল,
তবে কি আর হইতাম পাগল
তোর প্রেমেতে বল?
ওই মেঘ চাতকের ভালোবাসা
রবে যতকাল,
ততকালই তোর প্রেমেতে
হবো রে মাতাল।


যদি মধুহীনা মৌমাছিরা
ফুলের নিত বিষ,
তবে মেয়ে আমার থেকে
মুখ ফিরাইয়া নিস।
যদি ফুলহীনাই কোনো ভ্রমর
বসত অন্য কোথাও,
তবেই মেয়ে মেনে নিতাম
আমার এই ব্যথা।
ওই মৌমাছি আর ভ্রমর যেমন
ফুলে ভালোবাসে,
তেমনি আমার ভালো লাগে
তোমার আশেপাশে।