কেমন করে সুধিবো বল
পিতা মাতার ঋন,
তাদের কৃপায় আজকে আমার
২১ জন্মদিন!
এই শুভদিনে ঈশরের কাছে
প্রাথনা করে যাই,
মা বাবা যেন থাকে মহাসুখে।
যে আমারে বক্ষ সুধা
করাইলো পান,
তার তরেই গেয়ে যাই
আমার জয়গান,
মা! অবাধ্য হবেনা
তোমার সন্তান!
হাটি হাটি পা পা করে
হেটেছি বহুপথ,
বহুপথ তো পাড়ি
দিয়েছি দৌড়িয়ে!
কত গান গেয়েছি
কত না মঞ্চে,
কানামাছি কত
কত দৌড় লাফ ঝাপ
পাড় করে এসেছি শৈশব।
আজ ২১টা বছর পার!
একুশটা বসন্ত
একুশটা বষা
একুশটা হেমন্ত
করে এসেছি পার,
আর কতদিন হাটবো জানিনা,
একদিন ক্লান্ত হবো ঠিকই!
তাই চাই ভালো হোক
আগামীর পথ চলা,
আমার দ্বারা কারো
হয়না যেন ক্ষতি,
পারলে করব উপকার,
কারো মনে দেব না ব্যথা,
এটাই অঙ্গিকার!