যেদিন বাঝবে না
মোর মোহনবাঁশী
আমার ভেতরে,
সেদিন কাদবে সবাই
ভেবে আমায়
বিষাদের সুরে,(২)


খেলার গৃহে রবে পড়ে
শখের খেলনাবাটি,
খেলবো না কেউ
খেলবে ঠিকই
রেখে পরিপাঁটি...(ঐ)


বেলাশেষে ফিরবে
পাখি
নীড়ের টানে ঘরে,
রেখে যাওয়া রঙ্গিন
স্মৃতি
ধুলায় মিশে রবে,
ঘরির কাটাও ঘুরবে
ঠিকই
আমি যাব থেমে,
আসবে ঠিকই রঙ্গিন
চিঠি
অন্য কোনো খামে...(ঐ)


অল্প দামের গল্পগুলো
হবেনা তো আমার,
বেলা যাবে খেলা রবে
সময় হবে থামার,
দমের পাখি আমায় রাখি
শূন্যে যাবে উড়ে,
দেহ নামের অট্টালিকা
ধুলায় মিশে রবে...(ঐ)


কত আশায় রঙ্গিন নেশায়
স্বপ্ন মনে পুষে,
স্বপ্নগুলো এলোমেলো
করে যাব শেষে,
পেতে আছি কত খেলা
মেতে আছি খেলায়,
চলে যাব অবসরে
বেলায় অবেলায়।...(ঐ)