জীবন ছোট্ট একটি শব্দ,
ছোট একটি কথা,
তবু জীবন সে তো বিশাল
ছোট নয় তথা।
অনেক ভেবে পাইনি কখনো
জীবনের সঠিক সংঙ্ঘা,
তাহারি সন্ধানে ঘুরেছি কত পথ
ঘুরেছি কত ডাঙ্গা।
তাকে সন্ধান করিতে করিতে
আজ প্রায় পাগল বেশে,
খুয়েছি কত হৃদয়ের পাতা
লেখিতে লেখিতে
লিখতে পারিনি শেষে।
কত জীবন মানে
সজ্জিত পুষ্প কাননে
যেন ফোটা নীল পদ্ম,
কত জীবন মানে
অগ্নি কারাগার
সেখানেই সে বদ্ধ।
কারো ফুটপাতে আহার
কাহারো সম্পদের পাহাড়,
কাহারো নবীন সুচনা
কাহারো আবার উপসংহার।
ভাঙ্গাগড়ার খেলায়
সে যেন নদীটাকে
কয়েক ধাপ পিছনে ফেলে,
কাহারো হৃদয় থেকে
নিংড়ে নিয়ে সুখ,
কাহাতে সে ধরিছে মেলে।
আশ্বিনের ফসলে
কাতিকে কুড়ি
আর অগ্রহায়নেই নবান্ন,
কতটা সহজে পরিবতন।
তুমি তার চেয়েও অনন্য।
এই তো সেদিন কিশোর ছিলাম,
ছেড়া প্যান্ট আজো চোখে ভাসে,
এখানে ওখানে জামগাছে আমবনে
কখনো ভেলা ভেসে,
পেড়িয়েছি সে জীবন আজ
আমি কোথায় দাড়িয়ে,
নাই যে মন আজ
বয়সটা কুড়ি ছাড়িয়ে।
রইলোনা তো জীবন একই
সে তো হলো বদলের পর বদল,
জীবন যেন অসংখ্য তারকা
হচ্ছে সে বদল,
আজ আমি তাই গেছি থেমে
ভাবিনা আর মিছে,
জীবন সে তো বহমান নদী
সে তো যাবেই পিষে।