রাস্তা ঘাটে এখন শুধু
ডিজিটাল প্রেম চলছে,
তাই দেখে আজ
মাতাল আমি
মাথা সুধুই জ্বলছে,
হাতিরঝিল মতিঝিল
শাপলা চত্বর,
ছেলে মেয়ের খেল দেখে
মাথা খায় চক্কর!
ডিজিটাল!
এ তো কঠিন তাল
প্রেম হয় অন্তরে,
আর উঠে যায় মুখের ছাল!
অন্তরে নয় বন্দরে বন্দরে
প্রেম মিলন,
অবেলায় ফুল ফোটে,
শখ করে মরিচ খেলে
পরে ঝাল লাগে ঠোঁটে!
শুনেছি প্রেম আলোয় ছোটে
এখন খোঁজে অরণ্য!
সে প্রেমের গল্পটা কি
হয় কখনো বরণ্য?
সমাজেতে লাগছে আগুন
তাই বিবাহজুটি!
যেন সবাই লঙ্কা দিয়ে
খাচ্ছে পোড়া রুটি!