বালিকা তুমি সিডর নাকি আইলা বলে দাও,
আমার এ বুক তছনছ হয়ে গেছে।
এক কিশোরের সখের ঘুড়ি সুতো ছিড়ে গেছে! (ঐ)


শ্রাবনের দিনগুলোতে আকাশ ছিল কালো,
মেঘলা দিনে অশান্ত মন লাগতো না ভালো। (২বার)


ঈশান কোনে আলো দেখে বাড়িয়ে দিলাম বুক,
বজ্রপাতে হৃদয় পুড়ে গেছে।(ঐ)


যখন ছিল বসন্ত কাল কোকিল গাইতো সুরে,
কালবৈশাখী ঝড় উঠতেই কোকিল গেছে উড়ে। (২বার)


কোকিল সে তো প্রিয়া আমার বুকে দেখে ঝড়
অন্যের ঘরে ভিন্ন সুরে বাঝে।
বায়নায় পড়ে কার যেন সে লাল শাড়িতে সাজে।
সব হারিয়ে এই কিশোর আজ ভবঘুরে বাঁচে। (ঐ)