এই সন্ধ্যার অবসান,
এখানে তবু সন্ধ্যা তারা আবার আসবে
অন্য সন্ধ্যার আকাশে।
এই বসন্তের অবসান,
তবু কোকিল ডাকবে
আবার
অন্য মাঘের শেষে।
এই নবান্নের আবসান,
তবু আসবে অগ্রহায়ন আবার
কার্তিকের দেশে।
এই মুকুটের মেয়াদ শেষ,
তবু সাজবে মুকুট অন্য কারো কেশে।
এই সিগারেট পুড়ে শেষ,
তবু সিগারেট আবার জ্বলেবে এ মুখে।
আর তুমি চলে গেলে থাকবে না কেউ বুকে?
ভালোবাসার ও নেই কোনো শেষ।
ফুরিয়ে গেলেও কবু কাটেনা এর রেশ
ফাগুন হারিয়ে গেলে ধরনি হয়না আবসান
সুধু কিছুটা দিন ঝরে বরিসন
ঘুরে ফিরে বসন্ত আবার আসে
ধরনি আবার হাসে
আবার কোকিলের শুর কানে ভাসে।
হাজার হাজার বছর ধরে কোকিল চিনতে পারেনা ধরনি
আর আমি কি করে তোমায় এতটা সহজেই চিনবো?
যে রেস্তোরায় সিটটায় বসতাম তুমি আমি
সে সিটটা কবু খালি থাকবে
না
আমাদের অভাবে।
সেখানে বসবে অজস্র প্রেমিক প্রেমিকা
গল্প হবে আড্ডা হবে
অভিমানে হবে কত প্রেমের বিচ্ছেদ।
আর তুমি ভেবনা তুমি ছাড়া আমি ফুরিয়ে যাব
মুঠোফোনের ব্যাটারির চাজ ফুরালে বন্ধ হয়ে যায়
তবে সচল সে আবার পেলে চাজ।
আমি কি তার চেয়ে নগন্য?
যে এত সহজে আমার হবে অবসান।