তোমায় নিয়ে লেখা যত
কাব্য আমার গীতি,


তোমাতে মিশে আছে
এই জনমের স্মৃতি,


আমার এই জনমের স্মৃতি।


আজো আমার তাই বারেবার
তোমায় মনে পড়ে,


আছো তো সুখেই প্রিয়া
অন্য কারো ঘরে।


চন্দ্রমুখী কাল নাগীনি,
ধংশিলো আমারে,
ধংশিলো আমারে,


এহকালে, পরকালেও
চাহিবো তোমারে
চাহিবো তোমারে।


আমি তো এক
প্রেমের মাতাল,
আছি তোমার ঘোরে।


আছো তো সুখেই প্রিয়া
অন্য কারো ঘরে।


পদ্মবতীর কঠিন আঘাত
সহিবো কেমনে,
সহিবো কেমনে,


বুঝিনায়রে ভালোবেসে
কাদাবে এমনে
কাদাবে এমনে।


ভালোবাসি অনেক বেশী
ভুলবো কেমন করে।


আছো তো সুখেই প্রিয়া
অন্য কারো ঘরে।


....গীতি..কবিতা....