আকাশের কষ্ট জমে
পাথর হয়ে
ঝরে পরে শিলা,


আমারো কষ্ট জমে
হয়ে গেছে
এক বুক জ্বালা।


ভালোবাসার অপরাধে
কেন সুখগুলো কেড়ে নিলে,


ওগো বৃষ্টি তুমি
ভালোবেসে
কষ্ট ছাড়া কি দিলে?


সাগরের কষ্ট জমে
ঢেউ গুলো হয় উন্মাদ,


তেমনি তাল হারিয়ে
হয়েছি আজ বরবাদ।


পিরিতের নীলে আজ
ভরে গেছে
হ্রদয় বেদনার নীলে।


ওগো বৃষ্টি তুমি
ভালোবেসে
কষ্ট ছাড়া কি দিলে?


ফাগুনের কষ্ট জমে
পাতা তাই ঝরে পড়ে,


তেমনি আমিও আজ,
সুখগুলো গেছে ঝরে,


ফাগুনের মতো করে
রাঙিয়ে আমায়
আবার কেড়ে নিলে।


ওগো বৃষ্টি তুমি
ভালোবেসে
কষ্ট ছাড়া কি দিলে?