চল ফিরে যাই শৈশবে
আবার একসাথে হাটি,


চল খেলে যাই কানামাছি
নয়তো খেলনাবাটী।


চল মাখবো ধুলো গায়ে,
আমার চড়বো নায়ে,
চটিহীন পায়ে,
করব হাটাহাটি।


চল ফিরে যাই শৈশবে।


বসন্তের বিকেলে
চল ঝিঝির সন্ধানে,


কোকিলের গানে
আবার একসাথে মাতি।


চল আষাঢ়ে
মেঘের দুয়ারে,
বজ্র রঙিন বাতি,


শরৎতে কাশবনে
হেমন্তে ধানে ধানে,
করবো ছোটাছুটি।


চল ফিরে যাই শৈশবে।


চল পাঠশালাতে
আবার রংতুলিতে
দাগাই রাফখাতা।


চল মেলাতে
নাগর দোলাতে
ভুলে যাই সব ব্যথা।


মুছে দিয়ে অভিমান
পুরনো সেই গান
এসো গেয়ে যাই সাথী।


চল ফিরে যাই শৈশবে।