১)
প্রেয়সী!
যে সমাজ বেঈমান
কোকিলকে বন্ধু করে,
আর কাক কে করে
তিরস্কার,


সে সমাজে আমি ব্যথ
বারবার।
তোমার দোষ কোথায়!
২)
প্রেয়সী!
যেখানে মিথ্যের বিচরন,
সেখানে
ভুল তো হবেই আমার
আচরন,
আমার দোষ কোথায়?
৩)
প্রেয়সী!
যে শহরে চাদের আলো
পেয়ে গেলে
মানুষ মোমবাতিকে
ভুলে যায়,


সে শহর তুমি আমাকে
ভুলে যাবে
এটাই তো স্বাভাবিক!
তোমার দোষ কোথায়!