এই যে আমার যাচ্ছে জীবন
একটু একটু করে,


দমের মেশিন হচ্ছে পুরনো
সময়ের অগোচরে.


পরান পাখি দিবে ফাকি
একদিন যাবে উড়ে,


দেহ আমার নিবে বিশ্রাম
বদ্ধ মাটির ঘরে।


অবসরে!
একদিন আমি অবসরে!
যাব আমি অবসরে!
সব ছেড়ে অবসরে!


রঙের মেলায় মিছে খেলা
খেলে যাচ্ছি তাই,


সময় করে জীবন নিয়ে
ভাববার সময় নাই।


মিছে সাধন রেখে
মায়ার বাধন ছিড়ে,


একদিন যাব ঠিকই আমার
আপন ঘরে ফিরে।


তারাহুড়ো বাড়ছে খুবই
নিত্য নতুন দামে,

আসছে কোথাও নতুন চিঠি
নতুন কোনো খামে।


পুরনো আমি ছিলাম দামি
কোনো সময় জুড়ে,


আছি এখন থাকবো না
যাব একদিন ঝরে।


অবসরে!