বিশ্বাসভঙ্গের বেদনায় জর্জরিত হয়েছি
                         বহুবার-
ক্ষয়ে যাওয়া চাঁদের উপমায়
সান্ত্বনা খুঁজেছি, নিরাশ হয়ে যাইনি
                          একেবারে ।
বুকে হাত রেখে বলতে পারি-
         ক্ষতি যা করেছি,- নিজের,
অপরের অমঙ্গল কামনায় একান্তে
মোনাজাতে সিক্ত না হয়ে
     হেদায়েতের প্রার্থনায় নিমগ্ন থেকেছি...


বহতা নদীর মতো বাঁক নিতে নিতে
বয়ে চলেছে ক্ষুদ্র আমার
                      এ জীবননদী,
মোহনার কাছাকাছি এসে পড়েছি প্রায়ঃ
অপবাদের কালিমা যেন না মেশে
      করুণ এ জলতরঙ্গে-!'
এ আমার আকুল প্রার্থনা প্রভু-
            তোমার  চিরকালীন দরবারে !