বৃত্তবন্দি জীবনে মোহান্ধ আমি পারিপার্শিকতার কথা
ভুলেই গিয়েছিলাম ।
সাগরের কান্না, আকাশের দুঃখ, বনানীর হাহুতাশ
আমার কঠিন হৃদয়ে কোনো আঁচড় কাটতে পারেনি ।
স্বার্থপরতার ম্যারাথন রেসে হন্যে আমি
মানবিকতার টুঁটি চেপে ধরে শুধুই সামনে এগোচ্ছিলাম ...


সেই আমি আজ ঘর চিনেছি, পায়ে লকডাউনের বেড়ি পরেছি,
আরো অনেকদিন বাঁচবো বলে ফ্রিজভর্তি খাবার জমিয়ে রেখেছি ।


অথচ, আজো জানিনা – পৃথিবী কি সত্যিই আমাকে চায় ?
এখানে বসবাসের যোগ্যতা কি আমার আছে ?
ইয়া নফসি, ইয়া নফসি - কিয়ামতের মাঠের মতো
স্বজনবিহীন শবযাত্রায় পাড়ি দিচ্ছে যারা, তারা কী ম্যাসেজ
রেখে যাচ্ছে পিছে ?


স্বর্গচ্যূত বনিআদম ক্ষান্ত হও তবে,
স্বর্গের পিপাসা মেটাও শরাবান তহুরা পিয়ে –
নর্দমার এঁদো জলে আর খুঁজো না আস্বাদ ...