২৫শে মার্চ কালরাত
মোছাঃ আয়েশা সিদ্দিকী


হৃদয় মাঝে আগুন জলে,
মনে বিরহ ব্যথা,,
যখনই মনে পড়ে,
25 শে মার্চ এর কাল রাতের -
নিশংস গণহত্যার কথা।
নির্বিচারে গুলি চলল,
ঘুমন্ত বাঙালির বুকে;
পূর্ব পাকিস্তান হলে মৃত্যুপুরী,
শহীদদের সংখ্যা ছাড়িয়ে গেল লাখে।
মায়ের কোলে শহীদ হলো,
ঘুমিয়ে থাকা শিশু,
জাতীয়তাবাদী আন্দোলনকে দমাতে-
হানাদাররা করল এতো কিছু।
অগ্নিসংযোগ,লুটতরাজ আর ধর্ষণ হল
ভাবতেই ছলছল দুই চোখ,
বাঙালির ওপর নেমে এলো-
এ কেমন দুর্যোগ।
জগন্নাথ আর রোকেয়া হলে,
ছাত্র ছাত্রী হল খুন,
বুদ্ধিজীবী,সামরিক সেনার
মৃত্যু হল করুন।
একযোগে চালালে হত্যাযজ্ঞ,
অপারেশন সার্চলাইট দিল নাম;
গ্রেপ্তার হলেন বঙ্গবন্ধু,
ডাক দিয়ে গেলেন স্বাধীনতার সংগ্রাম।
পাকবাহিনীর এমন কান্ডে,
জনতা হলো ক্ষুব্দ,
এর প্রেক্ষিতেই শুরু হলো-
বাংলার স্বাধীনতার যুদ্ধ।
নয় মাস যুদ্ধের পর
পাকবাহিনীর হল অবসান;
স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের
হল অভ্যুত্থান।