তাদের দেখিনি আমি
জ্ঞানীগুণী আছে যত;
আমার বাবাই সবার সেরা ,
কেউ নেই তাঁর মত।
বাবা আমার দুঃসাহসী,
শক্তিশালী বীর;
নদীকে যেমন রক্ষা করে ,
তাঁর দুই তীড়।
আসতে দেননা কোনো বিপদ,
মোদের উপরে,
আগলে রাখেন বুকের ভেতর ,
ঝিনুকের মাঝে মুক্তা যেমন
তেমনি যতন করে।
কাঠফাঁটা রোদ আর
শত ঝড়- বৃষ্টির মাঝে ;
হাসিমুখে করেন কাজ,
ফাঁকি দেন না কাজে।
হাড়ভাঙ্গা খাটুনি,
তবুও অক্লান্ত তার মন,
হাজার কষ্ট চেপে রেখে ,
সবসময় পূর্ণ করেন
সবার সকল প্রয়োজন।
ভালো কোনো জামা নেই;
তবুও বলে আমার আছে,
ভালো খাবার খায়না সে ,
ভাগের মাছটা ও উঠিয়ে দেন
সন্তানের থালার মাঝে।
সন্তানের জন্য সকলি তোলা,
দুনিয়ার যত ভালো,
বাবা যতই গরিব হোক ,
পৃথিবীতে কেউ নেই ,
বাবা তোমার মতো।