দেশের জন্য বীর বাঙালি
মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)



বাঙালি বড্ড সহজ- সরল
দেখলে মনে হয়,
র্দুবল ভাবলে তাদের -
আসবে বিপর্যয়;
বাঙালি বড় দুঃসাহসী -
কাউকে করেনা ভয়।
ইতিহাস খুলে দেখ -
উল্টে পাল্টে দেখ সব পাতা;
সবখানেতে খুঁজে পাবে ,
বাঙালির বীরত্বের সব কথা।
যতবার  বাংলার উপর -
এসেছে আঘাত;
ততবারই রুখেছে বাঙালি
অস্ত্র হাতে করেছে প্রতিবাদ।
দেশের জন্য বীর বাঙালি-
ধরেছে প্রাণের বাজি,
দেশের জন্য হাজার কতল
করতে তাঁরা রাজি।
বাঙালি কখনো দমে যায়নি -
বাংলার থেকে ফিরিয়ে নেয়নি মুখ;
বাংলার তরে ঝাঁঝরা করেছে ,
সকল দেশদ্রোহীর চিবুক ।
বাঙালি বড্ড সভ্য জাতি,
সকল জাতিই কয়;
সব বাঁধা পাড়ি দিয়ে -
ছিনিয়ে আনবেই জয়।