দ্বিগুন দামের কারণে



মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)



খুকুমণি দৌড়ে এসে বলল ,
বাবা, কোথায় বড় মাছ?
অনেক দিন যে মাছ খাইনা
ভেবেছিলাম মাছ দিয়ে -
ভাত যে খাবো আজ।
বাবার চোখ ছলছল,
বড় মাছ পাইনি রে মা;
শাক- পাতা দিয়েই-
আজ না হয় ভাত খা।
বিবি এসে বলল -
যাওনি কী আজ বাজার ?
ঘরে যে কিছুই নেই -
কী রান্না করব এবার।
কাজ থেকে ফেরার পথে-
গিয়েছিলাম বাজার  ;
সকল কিছুর দ্বিগুন দাম
তাই নিয়েই হাহাকার।
টাকা- পয়সা নেই -
দেখি চাইব মহাজনের কাছ;
চিড়ে- মুড়ি খেয়েই থাকি না হয় আজ ।