দুনিয়ার মোহে


মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)


ধরায় এসেছি মোরা,
তার উপাসনার জন্য;
দুনিয়ার মোহে পড়ে
পথভ্রষ্ট হয়ে- হয়ে যাই অন্য।
আল্লাহ ছাড়া মাবুদ নেই ,
জানিয়াও জানি না;
তিনিই যে সর্বজ্ঞ- প্রজ্ঞাময়
মানিয়াও মানি না।
তার পথে না চলে -
দুনিয়ার প্রেমে মজি;
কতরকম গুনাহ গুলো ,
করছি মোরা রোজই।
আল্লাহর হুকুম না মেনে ,
চলি পার্থিব জীবনের লাভে ,
বলি,নামাজ- কালাম পড়তে পারিনা
সময়ের অভাবে।
পরকালকে ভুলে গিয়ে-
মুসলিমের ঈমান হয়ে গেছে ভিন্ন-
বেহায়ার মত মুখে বলি -
মুসলিম হয়ে জন্মে হয়েছি ধন্য।
হায় - এ কেমন মুসলিম?
এই কি ইসলামের কথা ;
আল্লাহকে ভুলে গেলে
ঘুচবে না দোজাহানের ব্যর্থতা।
আল্লাহর হুকুম মেনে-
জীবনকে বিলিয়ে দাও
তার ইবাদতের জন্য;
রহমতে- বরকতে ভরবে জীবন,
দোজাহানেই হবে ধন্য।