ফাগুন


মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)


পাখ-পাখালির মধুর গানে ,
ভেঙ্গে গেলো ঘুম;
চারদিকে এত সুগন্ধ,
আর কিসের এত ধুম।
যেথা তাকাই রাশি রাশি ফুল
মৌমাছির গুন গুন,
ফুলে ফুলে রাঙিয়ে আবার -
এসেছে ফাগুন।
ফুলে ফুলে গুনগুনিয়ে ,
মৌমাছি যায় গান শুনিয়ে।
ফাগুনের মাতাল হাওয়ায়,
মন ভেসে যায় রঙের ভেলায়।
ফাগুন মানেই হাজার ফুল ,
পাখিদের কিচিরমিচির গান;
ফাগুন মানে মধুর জন্য,
মৌমাছির অভিযান।
ফাগুন এলেই ফুলের উপর ,
ভ্রমরা নাচে ঝুমুর ঝুম,
ভালোবাসার বার্তা নিয়ে -
আবার এসেছে ফাগুন।