আঁধার রাতে জোনাক জ্বলে ,
বিলিয়ে দেয় আলো ;
মিটমিটিয়ে জ্বলে সদা ,
দেখতে লাগে ভালো ।
নিজেকে জ্বালিয়ে সে -
দূর করে রাতের কালো।
পরোপকারী- ধর্মটি
জোনাক পোকাও জানে;
কৃপণতায় মুক্তি নেই ,
পরশ্রীকাতরতা নয় জীবনের মানে ।
পরের কল্যাণে- বাঁচতে শেখো,
জোনাক পোকার মত ,
ঘুচে যাবে দুঃখ- হতাশা যত।
সবার হৃদয়ে থাকবে স্মরণ-
ভাসবে সবাই ভালো -
সমাজকে সুন্দর করতে
জোনাক পোকার মতন করে ,
পরোপকারীতার মশাল জ্বালো।