মা- বাবার কাছে সন্তানের মূল্য


মোছাঃ আয়েশা সিদ্দিকী


সন্তান মানেই -
মা- বাবার দুই নয়নের মনি;
যে ঘরে সন্তান আছে,
ঘরটা যেন সকল আনন্দের খনি।
সন্তান মানেই-
বুকে করে আগলে রাখা ধন,
সবটুকু ভালোবাসা তার জন্য,
সেই সবথেকে প্রিয়জন।
সন্তান মানেই-
মা- বাবার আনন্দের এক নীড়,
সন্তান ছাড়া ঘর যেন ,
বাঁধ ভাঙ্গা নদীর দুই তীর।
সন্তান মানেই-
যার মুখটি পানে তাকালেই ,
সকল বিষাদ- যন্ত্রণা হবে দূর;
সন্তান মানুষের মত মানুষ হলে -
জীবনটা হবে সুমধুর।
সন্তান দ্বীনি হলে -
মা- বাবা দোজাহানের ধনী;
সন্তান জীবনের শ্রেষ্ঠ সম্পদ,
যেমন মহামূল্যবান মুক্তা- মনি।