দুইটি পাখি ছিল বসে
একটি গাছের ডালে,
মনের সুখে গাইছিল গান
হাওয়ায় তালে তালে,
হঠাৎ করে আসলো দমকা ঝড়,
ঝড়েতে ভেঙে গেল ,
গানের সেই আসর ।
একটি পাখি উড়াল দিলো
পাখায় দিয়ে ভর,
বললো সঙ্গী পাখিকে ডেকে,
এবার তো ফিরব নীড়ে ;
আয় তবে সহচর।
দুজনে উড়ে গেল -
নীড়ে ফিরবে বলে ;
কি গহীন ভালোবাসা
তাদের মনের অতলে।
মায়ার বাঁধন দেখব বলে
আসি ফিরে ফিরে,
মনটা আমার বাঁধা আছে ,
গ্ৰাম- বা়ংলায় শত শত পাখির
কোলাহলের ভীরে,
আর যমুনার দুই তীরে।