মায়ের বুক, মায়ের মুখ
মোছাঃ আয়েশা সিদ্দিকী


মায়ের বুক, মায়ের মুখ;
সহস্র সুখের নীড়!
সন্তানের চিন্তায় মায়ের ছলছল আঁখি যেন ,
অশান্ত,উত্তাল নদীর তীর।
মায়ের  আঁচল  স্নীগ্ধ -শীতল ,
সেরা ছাউনী পৃথিবীর বুকে,
মা, হাজার ব্যথা বুকে রেখে,
আসতে দেননা কোনো বিপদ ,
তার সন্তানের সম্মুখে।
মা যেন মনের কথা খুলে বলার ,
সুবিশাল ডায়রি,
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
মা যে আমারি।
সারাক্ষণ কঠোর পরিশ্রম করে,
অনেক ক্ষুধা পেটে রেখে ,
একটু খাবার কম পড়লে ,
বলে ক্ষুধা নেই আমার ,
মা যে কত্ত দরদী ,
বুঝে নাও এবার ।
মায়ের কোলেই সকল সুখ ,
তার হাসিমাখা মুখটি যেন জান্নাতের দুয়ার।