মিষ্টি কুমড়ার বেগুনি


মোছাঃ আয়েশা সিদ্দিকী


বেগুনি যদি খাওয়া যায়
মিষ্টি কুমড়া দিয়ে;
আমরা আলুর চপ খাবো ,
চাল কুমড়া  দিয়ে।
মিষ্টি কুমড়া দিয়ে যদি
বেগুনি খাওয়া যেত ,
বেগুনের জন্ম তবে -
বৃথাই হয়ে যেত।
দ্রব্যমূ্ল্য কমাতে বলতেই ,
এহেন ভ্রষ্ঠ কথা ;
এমন যদি হয় দেশের প্রধান
তাহলে বাংলা আর বাঙালির ব্যর্থতা।
কোথায় গেলো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ,
মিষ্টি কুমড়ার বেগুনি খেয়ে ,
জনতার জীবন শেষ।
কি বা এখন হবে
আলু - বেগুন দিয়ে
বেগুন ছাড়াই বেগুনি হয় ,
যেমন বড় ছাড়া বিয়ে।