নদী দূষণ


মোছাঃ আয়েশা সিদ্দিকী
(মাটিকাটা, টাঙ্গাইল)


নদীর বুকে ঢেউ নেই আজ,
জমে আছে আবর্জনার স্তূপ;
বিষাক্ত পানিতে দূষিত নদী;
হারিয়ে গেছে সেই চিরচেনা রূপ।
কল কল করে বহেনা স্রোত,
দেখা যায়না ঝাঁক বাঁধা মাছের উপর ;
মাছরাঙা-পানকৌড়ির অভিযান;
পাল তুলে আর নৌকা চলেনা,
মাঝি ভাই গায়না গান।
নদীগুলো আজ বিলীন হচ্ছে -
অপরিকল্পিত নগরায়নের ফলে,
ময়লা- আবর্জনায় ভরেছে নদী,
শিল্পায়নের ছলে।
নদী উন্নয়নে উদ্যোগ -
নিতে হবে দলে দলে;
জনগন-প্রশাসন মিলে ;
তবেই আবার ভরবে নদী,
স্বচ্ছ- সুন্দর জলে।
নদী দূষণ রোধে-
করতে হবে প্রচেষ্টা;
তবেই চিরচেনা রূপে ফিরবে
তেরশত নদীর দেশটা।
দেখতে কি পাবো কভু
নদীর চিরচেনা সেই রূপ?
নদীর বুকে ডিঙি নৌকা
দেখতে ইচ্ছে করে খুব।