রাগে অনুরাগে
মোছাঃ আয়েশা সিদ্দিকী


কিছু কথা হয়নি বলা,
রাগে অনুরাগে!
মনের মাঝে অজস্র স্মৃতি,
জমেছে আবেগে।
রাগে অনুরাগে!
হাজার মুখের ভিড়ে,
আসবে সে যে আশায় আছি,
যেমন পাখিরা ফিরে নীড়ে।
রাগে অনুরাগে!
ছলছল দুই আঁখি,
পথ হারিয়ে যায় না যেন,
তাই পথেই বসে থাকি।
রাগ করে বেশি দিন-
যায়না তো থাকা,
পড়বে ঠিকই মনে,
চলতি পথে কখনো হবে দেখা।
কোন এক সন্ধিক্ষণে,
ভালোবাসা হয়েছে বিলীন;
এই ঘোর কলি যুগে ,
তবুও ভালোবাসি ভালোবাসা,
রাগে অনুরাগে!