রাষ্ট্রভাষা বাংলা চাই


মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)


পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ ছিলাম-
মোরা বাংলা ভাষাভাষী;
সংখ্যালঘু ছিল - উর্দুভাষী;
উর্দুই হবে রাষ্ট্রভাষা-
বললেন লিয়াকত আসি।
উত্তাল রাজপথে- না না বলে-
দামাল ছেলেরা করল প্রতিবাদ;
বাংলা মোদের মাতৃভাষা -
উর্দুর সাথে বাংলা হবে রাষ্ট্রভাষা,
এটাই মোদের সাদ।
মায়ের কাছেই শিখেছি মোরা-
সাদের বাংলা ভাষা;
মায়ের মুখের ভাষা কেড়ে নিয়ে,
কেমন করে উর্দুকে করো -
মোদের রাষ্ট্রভাষা।
রাষ্ট্রভাষা বাংলা চাই-
উঠল প্রতিবাদ- প্রতিরোধ;
মিছিলে মিছিলে ভরে গেল সকল রাজপথ।
নির্বিচারে গুলি চলল,
ছাত্র- জনতার বুকে;
শহীদ হলো সালাম,বরকত-
নাম না জানা আরো কত্ত লোকে।
বাংলা ভাষার তরে সবাই-
দিলো আপন প্রাণ;
রক্ষা করে গেল -
বাংলা ভাষার মান।
ভাষাযর তরে এমন নজির -
দেখেনি কেউ আগে;
রাষ্ট্রভাষা বাংলা হলো -
বীর- সাহসীদের প্রাণ দানের ত্যাগে।
মুছে গেল অমানিশা-
কাটলো আঁধার কালোরাত,
রাষ্ট্রভাষা বাংলা হলো ,
পূরণ হলো সাদ।