রাত আমায় বলল ডেকে
কী লেখ গো তুমি?
একটুখানি হেসে বললাম -
লিখতে জানিনা আমি।
মুচকি হাসি হেসে- বলল অন্ধকার
এত রাত জেগে থাকা-
কিসের তবে দরকার।
বললাম আমি -
হাজার হাজার রাত জেগে,
মনে এঁকে শত ছবি;
সেই ছবিতে ছন্দ মিশিয়ে,
কবিতা লেখেন কবি।
খ্যাতিমান লেখক যারা
তাদের মতন লিখব আমি,
এইতো মনের আশা!
রাত গুলো সঙ্গে নিয়ে,
হাজার বাঁধা পাড়ি দিয়ে
পাবো কি আমি সবার ভালোবাসা?
রাত যে আবার বলল এসে ,
প্রিয় তুমি ভাবছো কিসে;
রাত পেরিয়ে ভোর হবে,
এইতো জগতের রীতি;
মন দিয়ে লেখ তুমি,
দূর করে ভয়ভীতি।
সবাই জানে গুনের কদর,
তুমিও পাবে ভালোবাসা;
সবুর রাখো- আসবে নতুন ভোর।
বললাম আমি,রাত তুমি-
কি যে দারুন!
সবার জীবন আরামদায়ক-
তোমারি কারণ।
তোমার তরে সবার -
ক্লান্তি হয় দূর;
বিলীন করে নিজেকে তুমি-
সবার জন্য নিয়ে আসো-
সোনালী রোদ্দুর।
মনেতে সাদ জাগে
তোমার মতন হবো আমি;
নিজেকে উজার করে দিয়ে
হবো পৃথিবীর বুকে নামী।