কদর মানেই ২৭ তম রাত ,
এটা তো ঠিক নয়;
শেষ দশ রোজার বিজড় রাতে,
পাবে শবে -কদরের পরিচয়।
নবী মুহাম্মদের উপর- আল-কোরআন হলো নাজিল ,
শবে -কদরের রাতে ;
সর্বশ্রেষ্ঠ রজনী এটি ,
ইবাদত আর ইস্তেগফারে ক্ষমা পাবে,
গুনাহগার সকল উম্মতে।
রাত্রি হবে স্নীগ্ধ -শীতল,
সঙ্গে মৃদুমন্দ বাতাস;
ঈমানদার ব্যক্তি স্বপ্নযোগে-
পাবেন শবে -কদরের পূর্বাভাস।
ইবাদতে তৃপ্তি বাড়বে -
হতেও পারে বৃষ্টির পরিণয়;
পূর্ণিমার চাঁদের মত-হবে
সূর্যোদয়।
সর্বোত্তম রাত্রি এটি-
হাজার মাস অপেক্ষা শ্রেয়,
এমন রাতে ইবাদত করে-
হবো আল্লাহ তায়ালার প্রিয়।
মানবো মোরা নবীর বাণী,
আল্লাহকে করব ভয়;
শবে কদরের ইবাদত দিয়ে
করবো জান্নাতকে জয়।