শিশু


মোছাঃ আয়েশা সিদ্দিকী


(মাটিকাটা, টাঙ্গাইল)


শিশুদের ছোট- ছোট হাত,
আর ছোট্ট ছোট্ট পা ,
আস্তে আস্তে চলতে শেখে ,
ছোট্ট ঐ মুখটি দিয়ে
বলতে শেখে মা- বাবা।
একটু একটু করে বসতে শেখা,
আবার একটু হামাগুড়ি-
এক পা দু পা চলতে শিখলে,
ঘুরবে সারা বাড়ি ।
আদো আদো মুখের বুলি,
লাগে ভীষণ ভালো;
ঘরের মধ্যে হাসলে শিশু-
ঘর হয়ে যায় আলো।