এসেছিল শবে বরাত,
খুশির বহর নিয়ে।
ইস্তেগফার আর চোখের জলে,
জীবনের সব গুনাহ গুলো,
যাবে কি প্রভু ধুয়ে।
শবে বরাত মুক্তির রাত ,
বলেছ তুমি নিজে,
পূর্ববর্তী গুনাহের কথা ভাবতে  গেলে,
নয়ন জলে ভিজে।
শবে বরাতের উছিলায়
ক্ষমা করো  ওগো প্রভু ,
করি নিবেদন ,
কালেমার সহিদ আমাদের
হয় যেন মরণ।
ক্ষমা করো ওগো প্রভু
ওহে দয়াময়,
সদা - সর্বদা তোমাকে করি যেন ভয়,
ওগো রহিম -রহমান
চাই শুধু তোমার কাছে
ঈমানের জয় ।
মহামারী থেকে মুক্তি দাও,
কর প্রভু ধর্ষন থেকে রক্ষা,
পরকীয়া,পাপাচার থেকে মুক্তি চাই ,
করব না আর খারাপ কাজ ,
সুন্দর সমাজ গরব মোরা ,
শবে বরাতের রজনীতে করলাম প্রতীক্ষা।