সবার সেরা বাংলা
মোছাঃ আয়েশা সিদ্দিকী


বাংলা জন্ম কত,
সুফি-সাধক পীর ;
বাংলা যেন হাজার পাখির,
ছোট্ট সুখের নীড়।
বাংলা যেন বহমান নদীর,
ছোট ছোট ঢেউয়ের কলকলানি গান,
বাংলা যেন সবুজ সমারোহের,
বিচিত্র এক উদ্যান।
বাংলা মানে ষড়ঋতু,
হাজার ফুলের খেলা;
বাংলা মানেই খেয়াল খুশি
আর আনন্দের এক ভেলা।
বাংলার বুকে নদী যেন,
এক বহমান প্রতিচ্ছবি;
বাংলা নিয়ে শত কবিতা,
লিখেছেন শত শত কবি ।
বাংলা যেন কবিতার মতন,
সুর -ছন্দে ভরা!
বাংলার মত এমন রূপ
দেখেনি আগে ধরা।
এইতো আমার বাংলা,
সোনার বাংলাদেশ,
কালো কালো মেঘ যেন;
তারি মাথার কেশ।
এই বাংলার এত রূপ,
বলে করা যাবে না শেষ।
সবার সেরা বাংলা যেন ,
হাজার স্বপ্নের হাতছানি;
পৃথিবীটা এক বিশাল রাজ্য
আমার বাংলা যে তার রানী।